
ভালোবাসার অমরাবতী আজ মনের আকাশে নতুন কোন প্রণয়ের আহবানে নতুন সাজ নিয়েছে। সে কি শুনছে শত শতাব্দীর কোনো প্রহেলিকা ? রবিঠাকুর আর আমি কোনো বিন্দুতে এক হয়ে যাই-প্রতীক্ষায়, তার জন্যে, সাধনায়। শুধু কান পেতে রই। বাংলাদেশের ৪৬ বছর বয়সে সবকিছু কি সন্ধ্যার মেঘমালার মতো অনায্যতার আর অপ্রাপ্তির প্রপঞ্চণা হয়ে থাকবে? নাকি হৃদয় মাঝের মন্দির হয়ে উঠবে প্রাপ্তির আর স্বপ্নপূরণের একটি নিরপেক্ষ দেশ হয়ে সেটাই প্রশ্ন করতে চায় বিবেক, আবেগ আর মনন। মিথ্যার বেসাতির মাঝে আদর্শ আর সত্যের বিজয় আসুক সামষ্টিক কল্যাণে। আমার ব্যাক্তিস্বপ্নগুলো সবার সামষ্টিক স্বপ্ন হয়ে পূরণ হবে, সেটাই প্রত্যাশা।
For any personal questions or any business needs or any information needs or volunteering for me, please contact me directly by cell phone: +8801775551861 or by email: sshahid1111@yahoo.com or by Skype ID: Dr. Knight Salim B Shahid.